তোর শশব্যস্ত সংসারী চুলের চাতালে নাচে
দুলদুল বেনীর বিস্ময় ,
তুই কি জানিস্ ?
ইদানিং অবাধ্য হয়েছে ব্রণ
সুচন্দন লোভী ,
সুজলা শেকড় বলে– আছি আছি আছি ।
তোরই ছায়া চনমনে
ঢেকে আছে গনগনে রোদের পাহাড় ।
তুই কি জানিস্ !
জেনে জেনে চ্যাটচেটে
জানার অভিজ্ঞ মূলে
আবারও না- জানার
আরণ্যক খোঁজ দেবো ব’লে
তোর মনে , মনে মনে
অসীমের স্বপ্ন পেতেছি ।
তুই কি জানিস্ !