যতদিন অসুখ অসুখ গন্ধে আনচান করে
প্রিয় প্রিয় জাতকের প্রাণ ,
ততদিন স্বরবর্ণ , ব্যঞ্জনের বুকে
বোবা দুখে উবু হয়ে থিতু বসে’ থাকে ।
যে বর্ণমালা , স্বয়ম্ভূ শব্দ -বৃন্তে
কবিতার ফসল ফলাতো ,
সে শুধুই কপালে জলের পটি
লীন তাপ তোলে ।
উপমা , চিত্রকল্প আর অনুষঙ্গ যতো
জননী কবির চোখে নীল নীল
লবনের মাত্রা কমায় ।
কবির কল্প- সুখ এতোকাল পেয়েছিলো তারা ।
সে ঋণ মেটাতে গিয়ে
শুশ্রুত স্বাহা স্বাহা ছায়ার শালুক -ছাতা
মেলে চলে মর্মর কবির মরমে ।