সংকীর্ণ মেঘের মুঠি
কখন বৃষ্টির মিছিল হবে
মেঘও জানে না ।
আগুন লিখবে ব’লে
ভারী ভারী শব্দের জ্বালানিরা
জড়ো হয় কলমের কূলে ।
কখন যে উদার বরফের দরবেশ
অকূলের মলম লাগাবে ,
জ্বালানি জানে না ।
আমরাও মেঘ আর জ্বালানির মতো
অজানার ঢিপ ঢিপ আয়ু- শ্বাসে ,
জোনাকির মাঝপথে
রিমঝিম অপেক্ষায় আছি ।