আমার প্রতিটি অনুভবের সত্য অনুবাদে
তোর সহাস্য সম্মতি পাই বলেই
অনিচ্ছুক আয়ুর ইচ্ছে – ধৈর্য্য বাড়ে
বামন বিকেলে ।
কতো শত অশরীরী সংলাপ ঘোরে চারপাশে ,
শব্দহীন ফিসফাস ফিসফিস স্রোতের জল্পনা
শব্দের ছোরা হাতে হয়তো ব্রুটাস !
সবকিছু প্রকাশ্য হ’লে
ঝরে যেতো সব ফুল , কুঁড়ির বাসনা ।
আবারও উন্মাদ হতো লিয়রের শেষ দৃশ্যবোধ ।
এ – বন্ধুর ধমনীর তুই-ই শ্বাস
টুপটাপ নাড়ির উল্লাস ,
না – পাওয়ার নাভিমূলে তৃপ্তির শবনম স্বাদ ,
অজানার উপকূলে আজানু আশ্বাস ।