অপেক্ষার ধৈর্য্যশালে বুকজল বরফ পেতেছি ।
তোর প্রতিটি রোমকূপে ধিকিধিকি জমে গেছে
খুঁটিনাটি সংসারের গন্ধমাদন গন্ধ ।
ভন ভন ভীড়ের মাছতলা ফুঁড়ে
তোকে নির্জন নক্ষত্রের চুপছাপ দুপুর পরাবো ।
অভিজ্ঞ কর্তব্যের অক্টোপাসী তাপে
বিবর্ণ হয়েছে তোর চকোর- বিস্ময় ।
অথচ তোরই নীলাঞ্জন নাভিমূলে
ফুরফুরে ফুটে আছে নৈঃশব্দ্য- ফুল ।
শুধু তুই সহমত হলে ,
তোর দশদিক ঘুরে ঘুরে পাপড়ির প্রেম পুঁতে
অতিচেনা কবিতার রহস্য ফেরাবো ।
অপেক্ষার ধৈর্য্যশালে বুকজল বরফ পেতেছি ।