পৃথিবীর যত বানিজ্য প্রধান যুদ্ধের মাছের বাজারে
লাভ খতিয়ানের নামতা আওড়াচ্ছে
অশ্লীল ডেসিবেলে দ্রাম্ !
অশোকের সবুজ সিংহের নির্মিত আগ্রাসী চোয়ালে
হঠাৎই দাম্ভিক হিংস্র গেরুয়া গর্জন দ্রুম্ !
নির্লজ্জ ক্ষমতার অখন্ড দুর্নীতি ফুঁড়ে
ফরফর উড়ে আসছে কোটি কোটি মুদ্রারাক্ষস বুম্ !
কর্কট- বিষুব- নিরক্ষ জোড়া উদর আগুনে
এস্কিমো বরফের ধুপধাপ মর্মপতন ধিক্ ।
অশান্ত ভূগোলকের সীমান্ত শনশনে
কানচাপা কর্কশ দিনলিপি লিখি ।
আহা কাকচক্ষু কবিতার জন্য চায়
একমুঠো নির্জন সৃজন অবসর ,
আর কিছু নয় ।