বিশ্বাসঘাতক মীরজাফর ঘরে ঘরে ঘুমিয়ে আছে
আজ সম্পর্কের বাঁধনগুলো কেমন যেন রক্তাক্ত হয়ে ছটফট অবস্থা!
মনুষত্ব দেখা যায় চিলেকোঠার কার্নিশে ছেঁড়া ঘুড়ির মতো পতপত করছে!
আবহমণ্ডল উষ্ণায়নের প্রভাবে থমথম পরিবেশ –
কথায় কথায় দেখি তীব্র বিষাক্ততার প্রকাশ!
আত্মকেন্দ্রিক মানুষের ভবিষ্যত ভরাট হচ্ছে অশনী সংকেতে!
উপরে ওঠার কত ধরণের কদর্য সিঁড়ি,
মনুষত্ব পশুত্ব রূপ ধারণ করেছে যেন!
চাহিদা ছাইয়ের পাহাড়ে উঠতে গিয়ে মুখ থুবড়ে পড়ছে
বিকলাঙ্গ সমাজ আজ নানা গুণীর বৈভব্য প্রাসাদ!
বিশ্বাসের দরজা ভেঙে ঢুকে পড়ছে ছাই চাপা আগুন,
তিল তিল করে গড়া সমাজ আজ পঙ্গুত্বের সামিল
কাষ্ঠ হাসিতে দেখি মিষ্টি ছুড়ি!
কলি যুগের দুনিয়াটা হয়েছে শাঁখের করাত,
উলুবনে মুক্ত ছড়িয়ে লাভ নেই বলে
আধুনিক মনিষীদের পকেটে ঝনঝন করছে শব্দ!
বিকলাঙ্গ সমাজের জন্য যারা দায়ী তাদের ছেঁটে ফেললে
ধনী ও গরিব একত্রে মুখ দিয়ে খাবার খেতে পারতো,
ধনীরা মুখ দিয়ে আর গরিবদের চোখ দিয়ে পেট ভরাতে হতো না!