সাতসকালে শালিক দেখি
ডাকাডাকি করে
চড়ুই তখন বোনের সাথে
গল্প করে ঘরে।
শালিক বলে ওরে চড়ুই
কটর কটর করিস
কলিংবেলের শব্দ শুনে
তাও কথা বলিস।
চড়ুই যখন শুনতে পেল
বেলের টুং টাং শব্দ
সিরিয়ালে শেয়াল মামা
হচ্ছে তখন জব্দ!
চড়ুই তখন উড়ে গিয়ে
দ্বারের কাছে বলে
অসময়ে শালিক দাদা
পড়ল তখন গলে।
দাদা মালকিন ঘরে আছে
তাড়াতাড়ি বলো!
একটা শালিক খারাপ দিবস
এখান থেকে চলো।