আজ পয়লা মার্চ
সে বছর এইদিনেই মেয়েটা এঁকেছিলো
তার স্বপ্নের সেই আলো রঙের সুখ
ছোট্ট কুঁড়ে ঘর ছোট্ট পড়ার টেবিল
ঘরের বারান্দা ছাড়িয়ে সাড়া উঠোন জুড়ে
সেদিন উপচে পড়েছিলো আলো
রংবেরঙের বর্ণময় আলো
আর তার ওপরে সে নিজেকে টুকরো করে
সাজিয়ে দিয়েছিলো বর্ণমালার মতো
সমস্ত কষ্টকে উপুড় করে দিয়েছিলো
সেই আলোর ওপরে
ধন্যবাদ দিয়েছিলো সেদিন সে পরম পিতাকে
সেদিন সারা আকাশ নেমেছিলো মাটির সঙ্গে
প্রেমালাপ করতে
আশ্চর্য, তার পর থেকে কখনো বিষাদ আসেনি
আসেনি সেই বেগুনি রঙের স্বপ্নেরা
কারণ মায়ের কাছে সে শুনেছিলো
অন্ধকার সরে গেলে নাকি স্বপ্নেরা
কষ্টকে পায়ে বেঁধে ফিনিক্স পাখি হয়ে যায়।