ফুরিয়ে যাচ্ছি এই ভাবনা আসার আগে ,
নিজের সঙ্গে সময় দেওয়া,
একান্তে খানিক কথা বলা ভীষণই দরকার ।
সময় দেওয়া মানে সব কিছু থেকে নিজেকে সরিয়ে একাকী আঁধারে চালান করা নয়,
বন্ধুর মতো বরং পাশে থেকে,কি প্রয়োজন, সমস্যার সরল সমাধানে হোক আলোকপাত ।
মনের আয়নায় ঝুলে থাকা দুশ্চিন্তার এক ঝাঁক প্রশ্নচিহ্নের কালো মেঘ সরে গিয়ে আসুক দিশা,
এর থেকে ভালো আর কিই বা হতে পারে!
এ যেন নিজেকে চাঙ্গা রাখা,নিজের মনকে বুঝতে পারার সাধারণ হলেও অনন্য ঘরোয়া টোটকা..!
ব্যস্ততার গোলকধাঁধায় ক্রমশ তলিয়ে যাওয়া আধুনিকতার ইঙ্গিতবাহী হলেও,
হৃদয় করিডোরে সমঝোতা এক্সপ্রেসের গতিবৃদ্ধি, আদতে কি ছিলাম এই আদি স্বত্তায় কুঠারাঘাত।
নিয়ম করে না হলেও নিজের সঙ্গে সময় কাটানো, বিবেকের আয়নায় নিজের প্রতিবিম্ব দেখা মোটেও
সময়ের অপব্যবহার নয়, ভুলত্রুটি শুধরে বরং
এগিয়ে যাওয়ার নিরাপদ গ্রীন সিগনাল ।
আমি চুপ করে রাস্তাঘাট বাজারে নজর রেখে দেখি,
একাকী শূন্যতায় হতাশার পিঠ চাপড়ে এগিয়ে চলা পথিকের দিকভ্রষ্ট গমন,
কাজের পাহাড় সরিয়ে সংসার ধর্ম পালনে নাজেহাল গৃহবধূ,
সবার মুখে হাসি ফুটিয়ে,”তার খেয়াল কেউ রাখবে না জেনেও” প্রায়শ হারিয়ে ফেলে মনের একাগ্রতা!
লক্ষ্য ছুঁতে না পারার চরম হতাশায় হোঁচট খাওয়া ছাত্র-যুবা,
জীবনসংগ্রামে নুয়ে পড়া চশমার ঘোলাটে কাঁচে একমুখ দাড়ি নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত মধ্যবয়স্ক কাকুর হতাশ দিনযাপন।
এত শত সমস্যায় জর্জরিত হওয়া, মাথায় চাতাল ভেঙে পড়ার মতো সব শেষ,
ফুরিয়ে যাওয়ার আগে ক্ষণিকের জন্য হলেও নিজের ভাবুক মনের সঙ্গে বন্ধুত্ব, সেতুবন্ধন,সময় কাটানো উপযোগী।