রবিবারে খোকার মজা
মা়ংস খাবে আজ
সবার দেখো ছুটি থাকে
মায়ের কিন্তু কাজ।
ছুটির দিনে নিমন্ত্রিত
পরিচিত জন
সবাই কেমন মজা করে
সংসারে মার মন।
অতিথিদের সেবার জন্য
নানা রকম ভোজ
মায়ের কোনো বিরাম নেই তো
চারবেলার কাজ রোজ।
পড়াশোনা করলে খোকা
মায়ের দেখো সুখ
হাসিমুখে করেন কর্ম
মায়ের কোথায় দুখ!
সর্বগুণী মায়ের খোকা
শেখে ড্রয়িং গান
সবই কিন্তু পারে খোকা
মায়ের বাড়ে মান।