যদি রোজ রোজ সুখের সাগরে ভাসি
দুঃখটাকে কিভাবে করব অনুধাবন?
যদি রোজ নিজেকে পাই যশের শিখরে-
হবে কিভাবে তবে ব্যর্থতার মনন?
যদি প্রতিদিন নিজেকে বসাই সুউচ্চ গম্বুজে –
তবে জীবনের ধারাপাতের নেই প্রয়োজন,
যদি প্রতিদিন ভোগের অনুপুঙ্খে লিপ্ত থাকি-
তবে কিভাবে করবো অভাবের অনুসন্ধান?
যদি হররোজ অমৃতের আস্বাদে মত্ত থাকি
তবে কিভাবে পাবো গরলের আস্বাদ,
যদি হররোজ বৈভবের দাসত্ব করে যাই
তবে এই দৃষ্টিতে বিত্তহীনেরা হবেই বর্বাদ।
যদি কোনোদিন অনুভব না করি অস্থিরতা-
তবে স্থিরতার সদবুদ্ধি কিভাবে করব লালন,
যদি কোনোদিন বিরহের দাবানলে না জ্বলি-
তবে শুষ্ক মনোভূমে হবে না তো প্রেমের জাগরণ।
যদি ভালো বিশেষণের অর্থ না বুঝেই
ভালো হওয়ার চলে প্রয়াস,
যদি ভালো-মন্দ’র ছলচাতুরিতে
মন্দ ঘরেই করি বাস!
যদি কোনোদিন সংশয়ে না ডুবি
তবে অযথা হবোই সন্দিহান,
যদি বিশ্বাস বুকে হয় অগভীর
দোলাচলে শেষ হবেই জান।।