সেরা বন্ধু
বড্ড দুরন্ত মেয়েটা।সব সময় হাতে পায়ে কাজ ।এক মুহূর্ত স্হির নয় । স্কুল থেকে বাড়ি ফিরেই মা,ঠাম্মা সবাই কে নাচিয়ে নিয়ে বেড়াচ্ছে । সদ্য তৃতীয় শ্রেনী তে উঠেছে…..তাই বেশ একটু বড়ো বড়ো ভাব এবং তা নিয়ে সে বেশ সচেতন ও ॥ কিন্তু দুরন্ত পনা র মাসুল তো গুনতে হচ্ছে ….শারীরিক ভাবে নিজেকে ও বাড়ি র অন্যান্য লোকজন কেই!সবাই খুব চিন্তিত এ ব্যাপারে…… সেদিন পা টা কাটিয়েছে….বেশ গভীর ভাবেই …দুটো সেলাই পড়েছে। পায়ে ব্যান্ডেজ নি য়েও দুরন্ত পনা কমেনি …..নেচে বেড়াচ্ছে সমানে …….। ঠাম্মি রোজ় ঘুমনো র সময় ওকে গল্প শোনায় ….রাজারানী র….ব্যঙ্গমা ব্যঙ্গমীর….রাক্ষসখোক্কোস…॥ একমাত্র গল্প শোনা র সময় ই মেয়েটা এক্কেবারে চুপ থাকে! একটা সমাধান পাওয়া গেছে……. স্বস্তির নি শ্বাস ফেলে সকলে॥ সেদিন স্কুল থেকে ফিরেই ঠাম্মির কাছ থেকে একটা উপহারের প্যাকেট পায় মেয়েটা….তড়ি ঘড়ি প্যাকেট টা খোলে….. দেখে….ঠাকুরমার ঝুলি…বুড়ো আংলা…না লক…ক্ষীরের পুতুল!!! চার চারটে বই! ঠাম্মি বললেন….”এবার থেকে তুমি নি জে নিজেই গল্পের বই পড়বে…..!পরে আমাদের ও গল্প শোনা তে হবে কিনতু॥ এই সূত্রপাত….ছোট্ট মেয়েটার স্বপ্নে র বিশাল জগতের সোপানে হাত ধরে পৌছে দেওয়ার …..সেই শুরু হলো বই এর সঙ্গে সখ্যতার ….বন্ধুত্বর …যা দিন কে দিন গাঢ় থেকে গাঢ়তর হ তে লাগলো॥ দুরন্ত পনা করে ঠিকই তবে বই পেলে আর কিছু চায় না ॥
ধীরে ধীরে বড়ো হতে থাকা মেয়েটার নিজস্ব জগৎ গড়ে ওঠে বই কে ঘিরে॥ বই ই ওর সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে ওঠে ॥ দেখতে দেখতে স্কুল কলেজের গন্ডি পার হয়ে এসে দাঁড়ায় বিশ্ববিদ্যালয়ের দোর গোড়া য়……এখানে ই ওর বন্ধুত্ব হয় আর এক বইপাগলের সাথে॥ওদের বন্ধুত্বের যোগসূত্র ও সেই বই॥ দন্ড পলের হিসেবে কেটে যায় আরও কিছুটা সময়….যুগলে যাত্রা শুরু করে জীবন পথে…..এখানে ও তাদের সাথী বই যা তাদের মিলিয়ে দিয়েছে!
নটরাজের হাতের জপমালা ঘুরে চলে আপন খেয়ালে…..বইপাগল যুগল এখন নিজেরাই ..দাদুঠাম্মা॥ দুরন্ত নাতনী কে সামলাতে সামলাতে ঠাম্মা বলে….”আয় ভাই, তোকে একটা গল্প বলি ….আমার প্রিয় বন্ধুর গল্প….যে এখন ও আমার সাথী…যে কখন ও আমাকে ছেড়ে যাবে না , , , , , বই !”ঠাকুমার উপহারের প্যাকেটে ঠাকুমারঝুলি…বুড়োআংলার সাথে হ্যারি পটার ও আছে। সময় বদলেছে যে…..তাই প্রাচ্য ওপাশ্চাত্য …দু ধরনে র রূপ কথাই যেন পড়ে …তাই॥ সময়ের সাথে সাথে পরিস্হিতি ও বদলায় যে…..॥স্বপনের রঙবদল হয় শুধু …স্বপ্ন… স্বপ্নই থাকে। তাই এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বই এর মত সেরা বন্ধু কে উপহার দেন ঠাম্মা……আর মনে মনে স্মৃতিচারণ করে আনন্দে উদ্বেল হন …….এই তো উত্তরাধিকার…..সেরা বন্ধু ত্বের……”বই” এর ॥