আমি নারী ! ভাগ্য জয় করবার
নেই আমার অধিকার ,
কেন ? হে বিধাতা
তুমিই তো আমার দাতা
তবে কেন শুধু, নত করি মাথা !
শূন্যে চেয়ে ভাবি , কেন !
সার্থকের পথ কোথায় পাবো ,
কেন রচবো না নিজের সুর
স্বাবলম্বী আর কবে হবো !
ছোটাবো না কেন আমার তেজের গতি ,
দুর্গম পথে কেন সদা দেবো ইতি ,
সন্মানের যোগ্য যদি না হয় আমার কাজ ,
দূরে ছুড়ে দেবো তাকে…
করবো না কোনো লাজ !
নীরব হয়ে রইব বাক্যহীনা…
তবু রক্তে আমার বাজবে রুদ্রবীণা !
অবগুণ্ঠনের আড়াল হয়ে
বসব না ঘরে ,
ভেঙ্গে সব বাধা
বাঁচব নিজের অধিকারে !
হে বিধাতা !
জন্ম দিয়েছো যখন আমায় এ ধরাতলে…
শক্তি দাও বাঁচবার শুধু নিজের বাহুবলে !