ঝলমলে জল করে টলমল স্থিতি কিবা আছে তার!
তবুও যে তার কতনা গর্ব কতনা অহংকার!
ক্ষণিকের আয়ু ক্ষণেকে ফুরায় জীবন যে একটাই!
জেগে রয় বুকে চাহিদা কেবলি প্রাণ করে আইঢাই।
নিমেষের মাঝে নিমেষ ফুরায় মরেও তবুনা মরে,
টলটলে জল অগাধ অতল তবুও কী বুক ভরে!
ঝলমলে জল করে টলমল শিশিরের ফোঁটা যেন
মায়ার জগতে ঘুরে ফিরে মরি পরমাত্মীয় হেন।
ঝলমলে জল করে টলমল,ক্ষণিকের আয়ু তবু,
পুলকিত প্রাণ পলকে হারায় ফিরবে না জানে কভু!
ঝলমলে জল করে টলমল চিকণ পাতাটি জুড়ে,
খেলা হলে শেষ পিঁজরার পাখি যাবেই অচিন পুরে।