ঐ লীল সাগরের পারে দূরে
কে যেন ডাকে মোরে
কবে যেন আপন ছিলে
ঘর ছিল ঐ আকাশের ই নীলে।
নিদ্রা হারা রাতে
তোমার হাত হাতে
ভেবেছিনু তোমায় পাব
সারা জীবন ধরে ।
করুন বাঁশি বাজে দূরে
ঐ আকাশের ঐ ঘরে।
তোমায় আমায় মিলে
যাব আকাশের ঐ নীলে।
জয়ের টীকা ভালে
নুপূর বাজার তালে
কবে যেন ভাসিয়ে নিলে
ঐ নীল সাগরের নীলে।