ঐ যে পাখিটার গল্প !
তোমরা সবাই শুনেছ ওর গল্প ।
হ্যাঁ, আমি সেই ডানা কাটা পাখিটার গল্প বলছি।
তোমরা তো সবাই জানো,ওর ডানা কাটার যন্ত্রনা !
যন্ত্রনায় কত ছটফট করেছে ।
আর বারবার আকাশের দিকে তাকিয়ে চোখের জল ফেলেছে।
ওর যে কোনোদিন আর আকাশ দেখা হবে না, আকাশের বুকে ভেসে বেড়ানো হবে না !
তবে আজ বলবো অন্য গল্প।
পাখিটা এখন আর কাঁদছে না জানো !
ও যেন নতুন করে বাঁচার প্রাণশক্তি ফিরে পেয়েছে।
ও আজ বুঝেছে,
আকাশের বুকে ভেসে বেড়াতে পারবে না বলে
আক্ষেপ করলে আকাশ ছুটে আসবে না ওর কাছে ,
তাই নতুন পথে, নতুন কোনো পদ্ধতিতে
ও আকাশ ছুঁতে চায়ছে।
চোখের জল মুছে,ডানা কাটার যন্ত্রনা ভুলে
লক্ষ্যে পৌঁছানোর মন্ত্র নিয়েছে ও।
ও আর হেরে যাবে না।