কবিতার জন্ম
কবিতা….মানব মননে র সুচারু প্রকাশ। কবিতার জন্ম প্রসঙ্গে দুচার কথার অবতারনা করি।
কবিতার জন্ম ভূমি হচ্ছে মানব মননে র সবচেয়ে অনুভূতি প্রবণ অংশে।অনুভূতিপ্রবণ মনন ছাড়া কবিতার জন্ম হতে পারেনা । সূক্ষ্ম অনুভূতির তান ই কবিতার উন্মেষ জাগায় । যে মনে সুর…তান ….ছন্দ …লয়… খেলা করে নিয়ত,সেই মন ভূমিই কবিতার জন্ম স্হান ॥
বাদলমেঘের মাদলের ছন্দ যেমন উল্লসিত ময়ূরকে নাচ শুরু করতে বাধ্য করে. ..ঠিক তেমনই এইছন্দ কবির কলমে জাগায় বর্ষামঙ্গল রচনা র আগ্রহ ।
কবি মনন ই অতি সাধারণ ঘটনার অন্তরনিহিত ছন্দ …সুর কে অনুধাবন করতে পারে।লেখনী র শক্তি এই মননে র ওপর নির্ভর করে।যার অনূভূতি অপরের আবেগ কেস্পর্শ করতে পারে না …তার কবিতায় প্রাণ থাকেনা । কবিতার সহজিয়া ভাব সে আত্মস্হকরতে পারেনা । কবিতা সহজ..সরল…স্বচ্ছন্দ গতি॥ স্বতঃস্ফুর্তভাবে তার প্রকাশ ঘটে …তাই কবিতা এত মনগ্রাহী।
কবিতার জন্ম হয় কবি মননে র সহজিয়া ভাবনায়…. মরমী চিন্তায়…ভালোবাসার পেলব ছোঁয়ায়….প্রকৃতির স্বাভাবিকতা।বাস্তবতার সাথে সেখানে যোগ দেয় কবি মননে র কল্পনা…স্বপ্নে র মিশেল । সৃষ্টি হয় কবিতার… কবির মানস সন্তানে র…স্বপ্নে র ফসলের..যার অনুরণন কবি চিত্তকে আনন্দমুখর কখনো বা বিষাদমলিন করে তোলে।
তাই বলা যায়….কবির মরম ভূমিই রামের জন্মস্হান …..অযোধ্যার চেয়েও সত্য যেন ॥