বড়দিনের গল্প
একা একা বসে ছিলাম–
বান্ধবীর ফোনটা এলো ,”চার্চের মেলায় যাবি?”হঁ্যা বলতে একমিনিটও দেরী লাগলো না! বড়দিনে চার্চের মেলায় যাব , এর চেয়ে আনন্দের আর কি হতে পারে?মানুষ যেখানে মেলে তাই মেলা! এই মিলন মেলাই আমার মানুষ চেনার জায়গা॥
সব মেলার মতই পসরা সাজিয়ে বসেছে ব্যাপারীরা!
আমার চোখ তো খুঁজছে অন্য কিছু!মা মেরীর মূর্তির কাছে দাঁড়িয়ে আছি! লোকেলোকারণ্য॥
সারা জেলা থেকে মানুষের ঢল নেমেছে॥সবই আদিবাসী খৃষ্টধর্মাবলম্বী॥কি অসীম ভক্তিও ভালবাসা নিয়ে এসেছেন এরা॥কুমারীমাতার সামনে
শ্রদ্ধাসুমন রাখছেন॥ আমরাও ধূপ ও মোমবাতি জ্বেলে সরে দাঁড়ালাম!কত মানুষ!তখনই আমার চোখ পড়লো এক আদিবাসী পরিবারেরওপর!বৃদ্ধ বাবামা, ছেলে বৌ আর ছোট এক নাতি,,,এই পাঁচ জনেরপরিবার॥অতি নিম্নবিত্ত!এই হিমেলীসন্ধ্যায়,হাড় কাঁপানো শীতে, অতি সাধারন শীত বস্ত্রে শরীরঢাকা॥অথচ চোখে মুখে কি অসীম বিশ্বাস!কি গভীর আস্থা॥ভালবাসা॥ মুগ্ধদৃষ্টিতে চেয়ে আছে যীশুজন্মের মডেল গুলোর দিকে॥ চুপ করে দেখছিলাম ওদের॥বিশ্বাস মানুষকে কি শক্তি দেয়,আনন্দ দেয় তা উপলব্ধি করছিলাম॥এই জন সমুদ্রে ওরা কিন্তু আত্মমগ্ন॥নিজেদের আরাধনায় নিমগ্ন!কিযে ভাল লাগলো॥
মেলার আরেক দিকে হৈচৈ ,হুল্লোড় করছে একঝাঁক তরুনতরুনী, আঠারো থেকে পঁচিশের মধ্যে বয়স॥যুগলে এসেছে সবাই॥তাই অকারন পুলকেউথলে উঠছে সবাই॥ একদল প্রাণচঞ্চল প্রজাপতি॥কি সুন্দর যে লাগলো ভাষায় প্রকাশ করতে পারবো না॥আমার মেলায় আসা সার্থক!দূরে থেকে ভেসে আসছে গানের কলি,
মঙ্গলদীপ জ্বেলে
অন্ধকারে আলো জ্বালো প্রভু!
আজও যারা বিশ্বাস করে না তুমি আছো
তাদের মার্জনা করো প্রভু॥
আমার মনে পড়লো ক্রান্তদর্শী কবির সেই চির ন্তন প্রশ্ন, ”যাহারা তোমার বিষাইছে বায়ু
নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছো
তুমি কি বেসেছো ভালো?”
ভালো তো বাসতেই চাই, ক্ষমাও করতে চাই!পারি কই?সাধারণ মর মানুষ আমরা॥ওই বিশাল হৃদয় তো নেই আমাদের॥সংকীর্ণতার গন্ডীতেআবদ্ধ মন পারে না যে!
আস্তে করেভীড় এড়িয়ে একপাশে গাছের বেদীতে বসলাম॥দূরে গির্জারচূড়া আকাশে জ্বলজ্বল করছে॥চূড়ার ক্রশ টাতে আলো জ্বলে উঠেছে॥চার পাশের মেলাপ্রাঙ্গন আলোক মালায় হীরকদ্যুতি ছড়াচ্ছে॥ভীড় আরও বাড়ছে॥আকাশের তারারা একটা দুটো করে ফুটে উঠছে॥ ওরা যেন তামসী তপস্বিনীর জপমালার ফুল॥রাজরাজের বন্দনা করছে॥চুপ করে মুগ্ধ হয়ে বসে ছিলাম॥চমক ভাঙলো বন্ধুর ডাকে, এবার তো ফিরতে হবে রে!এগিয়ে চললাম গাড়ির দিকে॥পেছনে মেলা প্রাঙ্গনে থেকে ভেসে আসছে সমবেতপ্রার্থনা সংগীত॥মনে মনে প্রণাম করলাম মানব প্রেমিক কে, নমি নমি চরণে॥