জোনাকিরা রাতে জ্বলে নিভে যায়
আঁধারী রাত চাঁদ জ্যোৎস্নায়
প্রহরে আকাশ দেয় পাহারায়
থাকে জেগে তারা কি আশায়?
স্মৃতির হাতছানি বৃদ্ধ বয়সে
দু’চোখ মুক্তকণায় ভাসে
অশ্রুনদী বয় যত মনোব্যাথা
হাত দিয়ে মোছাই অযথা।
জোনাকিরা রাতে জ্বলে নিভে যায়
আঁধারী রাত চাঁদ জ্যোৎস্নায়
প্রহরে আকাশ দেয় পাহারায়
থাকে জেগে তারা কি আশায়?
স্মৃতির হাতছানি বৃদ্ধ বয়সে
দু’চোখ মুক্তকণায় ভাসে
অশ্রুনদী বয় যত মনোব্যাথা
হাত দিয়ে মোছাই অযথা।