জীবনে পরিবর্তন আর যন্ত্রণা এই দুটো মেনে নিতে
পারলেই সুখী। অতীত এবং আগামীর ভাবনাকে
খামোখাই বসাতে যাই উচ্চ আসনে।বাঁচতে হলে
নিংড়ে নিতে হবে মুহূর্তকে।শুকিয়ে ফেলতে হবে
চোখের জল।রাত পোহালেই ভোর আসে। কিন্তু
কেউ জানে না কি অপেক্ষা করছে তার জন্য।মাত্র
ষাট সেকেন্ড সময় সঙ্গ দেয় এক মিনিট। ষাটসেকন্ডে পূর্ণ একটা মিনিট।
জীবনে প্রতি মিনিট মূল্যবান। মিনিট দিয়েই গাঁথনি হয় জীবন।
সময় শাসন মেনেই জীবন কাঁদে হাসে। প্রতিবাদ
করলে সময় বদলে যায় নিজে। মুহূর্তে জীবন হয়
ইতিহাস। একটা মিনিট তারা খসার মতো খসে
যায়। মুহূর্তরা চমকে যেন টেরিয়ে তাকায়।