আছি বসে একা একা সন্ধ্যায়
ব্যাকুল হৃদয় খোঁজে তোমায়,
সারাক্ষণ মন যে অস্হিরতায়
কী যে বাঁধনে বেঁধেছো আমায়।
জীবন তবু যে একা চলতে হয়
বন্দী হয়ে আছি সোনার খাঁচায়,
কতরকম প্রশ্ন জাগে হৃদয়ে হায়
জাগে কত স্নৃতির মনের পাতায় ৷
ইচ্ছেরা সব দাঁড়ায় সারি সারি
কত যে স্বপ্ন আজ জেগে রয়,
সফলতা মুখ দেখে না যখন
ক্লান্ত মন শুধু কাঁদে বেদনায়।
জীবনে চলার তাল কেটে যায়
ফিরতে সে তাল ,লাগে যে সময়,
বুঝি কি বুঝি না যে কবির ভাষা
জাগে যে মনে নিত্য নতুন আশা।