আমি বলব : থাকবো আমি তোমার বুকে
দখিনা হাওয়ার মত ।
সুখগুলোকে রাখব বেঁধে
জমা আছে যত ।।
তুমি বলবে : মিথ্যা সে সব কথার কথা
হয়না কভু সত্যি ।
ভালোবাসায় সুখ অলীক কল্পনা
কখনো হয়না প্রাপ্তি ।।
আমি বলব : বন্ধনহীন ভালোবাসাতে
মুক্ত থাকে মন ।
আলোকের ওই ঝর্ণাধারায়
রহে চঞ্চল সারাক্ষণ ।।
তুমি বলবে : বন্ধন হলো দুটি মনের
সুখ দুঃখের সাথী ।
বন্ধনহীন ভালোবাসা কেবল
আঁধার পথের বাতি ।।
আমি বলব : নির্জন এক দ্বীপ গড়ব
হাজার বাঁধার মাঝে ।
তব হৃদয় সমুদ্রে ভেসে বেড়াবো
যেথা শান্তি বিরাজে ।।
তুমি বলবে : মিথ্যা সব কথার জালে
ওষ্ঠাগত প্রাণ ।
অবহেলার অবসাদে হারায়
ভালোবাসার ঘ্রাণ ।।
আমি বলব : হোক কষ্টে জড়ানো, তবুও আমি
তোমাকেই ভালোবাসি ।
দুজনের নয়নের একই সমুদ্রে চলো
দুজনেই একসাথে ভাসি ।।
তুমি বলবে : ভালোবাসা আজ অভিনয় শুধু
বিশ্বাস রাখা দায়।
ফুসফুসে জমে ব্যথার নিকোটিন
হাহাকার শিরায় শিরায় ।।
আমি বলব : রক্তের প্রতিটি কণা ভাসিয়ে দিক
ভালোবাসার প্লাবনে।
শূন্য হৃদয় তোমার ভরে দিতে চাই
ভালবাসার উষ্ণ অবগাহনে ।।
অবিচ্ছেদ্য বন্ধনের মায়ায় জড়ানো
সব অপূর্ণতা শূন্য করে ।
একই কক্ষপথে হেঁটে যাবো মোরা
জীবনের ছায়াপথ ধরে ।।