রাতের গভীর নির্জনতা যেভাবে গিলে খায় নগ্ন রাজপথ, চাওয়া-পাওয়ার হিসেব প্রকৃতির নিয়মে যেভাবে রঙ বদলায়,
অপূর্ণতার যন্ত্রণা যেভাবে আষ্টেপিষ্টে জড়িয়ে ধরে বিক্ষিপ্ত সময়ের ভাবনাগুলোকে
যেভাবে একটা আস্ত চাঁদ গিলে খায় সভ্যতার করাল ছায়া—
তেমনই, প্রতিটি চুমুকে অন্ধকারের বুক চিরে আগুন গিলে খায় উষ্ণতা
এভাবে প্রতিনিয়ত নিজেদের সমৃদ্ধ করে পিচঢালা রাস্তাগুলো সহস্র পথিকের ক্ষোয়িত পায়ের পাতায়, এমনি ভাবেই কাঁটাতারের অগোছালো আবদারে
অজৈব প্রেম আগামী পৃথিবীর প্রবাহিত ক্রন্দনের স্রোতে তপ্ত চৈতালির অস্তিত্ব খুঁজে পায়,
বেঁচে থাকে আলু সেদ্ধর সাথে দুমুঠো পান্তা আর এক চামচ ভালোবাসার সোদামাটির ঘ্রাণ ছুঁয়ে।