বুকের ভেতর ব্যথার পাথর
চোখের জলে ভাসি,
যেদিকে চাই দেখতে যে পাই
বাবার স্মৃতি রাশি।
শৈশব কালে মা হারিয়ে
বাবাই লালন করে,
শিক্ষা দীক্ষা সব কিছু যে
বাবার হাতটি ধরে।
আমায় ঘিরে বাবার মনে
সাধ ছিলো যে কত,
ইচ্ছে ছিলো বড়ো হয়ে
হবো বাবার মত।
জীবন পথে সারথি যে
ছিলেন আমার পিতা,
তিনিই আমার বটবৃক্ষ
পরম বন্ধু মিতা।
ভেবেছিলাম চাকরি পেয়ে
সুখটা দেবো ভরে,
নিঠুর বিধি কাড়লো বাবায়
দুখে অশ্রু ঝরে।