মানুষ যতো গাড়ি ততো
বেড়েই চলছে নিত্য,
খানাখন্দে ভরা রাস্তা
শঙ্কায় ভরে চিত্ত।
নামেই আছে ট্রাফিক আইন
কজন বা তা মানে,
দুর্ঘটনার ফাঁদে পড়ে
বিপদ ডেকে আনে।
ব্যস্ততম জীবন যাত্রা
সব কাজেতেই তাড়া,
ওভারটেক তাই করতে গিয়ে
যাচ্ছে কত মারা।
বহন শক্তি যতখানি
যাত্রী দ্বিগুণ নিয়ে,
উল্টে পড়ে দুর্ঘটনায়
মাশুল জীবন দিয়ে।
আইন কানুন মেনে চলার
শিক্ষা নিতে হবে,
জীবন নামের অমূল্য ধন
তবেই রক্ষা পাবে।