উতল হাওয়া দিল দরিয়া মনের মাঝে,
মেঘের ভেলায় চলছে ছুটে নীলাকাশে।
হাত বাড়াতে প্রিয়ার পানে,
মুচকি হাসির ঝিলিক হানে,
হায় মরে যাই মদন বাণে!
কাজল টানা দীঘল চোখে দেয় ইশারা,
সুপ্ত মনের সাধগুলো সব দিশেহারা।
চলো না যাই পাহাড়পুরে,
দারুণ খুশি মনটা জুড়ে,
চষে বেড়াই ঘুরে ঘুরে।
দামাল হাওয়া হামলে পড়ে প্রিয়ার চুলে,
অনুরাগে সোহাগ ভরে বুনো ফুলে।
তৃপ্তি সুখে কাটলো বেলা,
হৃদয় ছুঁয়ে হৃদয় মেলা,
মাতাল প্রেমে অরূপ খেলা।
কমলালেবু ঠোঁটের কোয়ায় পরশ রাখি,
ভালোবাসার আলিঙ্গনে জড়ায় সাকি।
গভীর সুখে মুগ্ধ মনে,
অপলক রয় দু’ নয়নে,
উতল হাওয়ার শান্ত ক্ষণে।