জানি না কেন, হঠাৎ সেদিন, মনের ভিতর টা অচেনা এক ঝোড়ো হাওয়ায় হূ হূ করে উঠেছিল!
জানিনা কেন, সেই রাতে চুপকথারা নির্জনে নীরবে দু ফোটা নোনা জল ফেলে ছিল!
তুমি সেই নোনা জলের দাগ দেখেছিলে কি?
সেদিনও মায়াবী রাতের আকাশে রাত জাগা তারারা ঘুমপাড়ানিয়া ঘুম ঘুমালেও চাঁদ কে শুকতারা গল্প শুনিয়ে ছিল।
চাঁদও সারা অঙ্গে জোৎস্না মেখে হেসে ছিল।
তুমি হেসে ছিলে কি?
নীলাকাশে পেঁজা পেঁজা শুভ্র তুলোর মতো মেঘ ভেসে ছিল।
পাখিরাও গতরাতের প্রণয়ের উষ্ণতা পালকে মেখে গান গেয়ে ছিল।
তুমিও কি মেঘের পালকে আমায় জড়িয়ে নিয়ে মেঘের ভেলায় ভেসে ছিলে কি?
সেদিন কেন জানি না মুহূর্তদের ছুঁয়ে আমার ভিতরে বৃষ্টি ঝরে পড়েছিল!
বুকে উঠেছিল তুমুল ঝড়, আছড়ে পড়েছিলো তোমার হৃদয়ের জানালায়।
যা আমায় ছুঁয়ে, তোমার মন ভিজে ছিল কি?
জানি না ঠিক ভালোবাসা তবে কি?
হয়তো ভালোবাসা একটা পাগলামি, একটা অসুখ, ভীষণ রকমের অসুখ যা তোমায় ছুঁয়ে আমায় ছুঁয়ে ছিল!!