সম্পন্ন ঘরের অন্তঃস্থলে লোকটার হাঁফ ঊ্রর্ধ্বমুখী,
অথচ হাঁপানির কারণগুলো নিদারুণ ভীড় করে
মত্ত উল্লাসে, উল্লসিত পলকগুলো তাকে বাঁচায় নাচায়
মগজের প্রশয়ে আপাদমস্তক।
জর্জরিত যন্ত্রণায় অবোধ অনড় অট্টহাস্য শুনে শুনে
আত্মারাম তার খাঁচা।
নিস্তারের আঁচ-গন্ধ না পেয়ে এক অসহায় অনড় জীব
ভারী ক্রন্দনরত, তবে কেন কেন এমন নির্দয় বাঁচা?
সম্পন্ন ঘরের মধ্যে মানুষটার ঘোর ঘোলাটে নজর
চারপাশে ঘুরঘুর ঘুরঘুর ঘুরঘুর…।
প্রত্যাশায় কেউ যদি একবারটি হাতটি বাড়ায় অথবা
ঘনিষ্ট আদরে তার বুকে দখিণা বাতাস ছড়ায়।