নির্ঘুম রাত্তিরে বাচাল স্বপ্নেরা টহলে ব্যস্ত
অবৈধ শাণিত চাবুক হাতে।
দুই রক্তচক্ষুতে তাদের পোড়াতে চাইলেও
সরে না, সরে না তারা এক পা-ও।
এ কোন সামন্ততান্ত্রিক আইনকনুন!
এ কোন অগোছাল হবু আগুন!
সাঁতরে সাঁতরে সাঁতরে পার হলেও রাত
অকথ্য অকাম্য অসভ্য স্বপ্নদের কালো হাতে
আমার দুর্ভাগ্যের বিধিলিপি অঙ্কিত,
জেনেবুঝে কন্দরের অনেক ভেতরের রাস্তাটি
দেখেই আমি সবিশেষ নিদারুণ শঙ্কিত।
মরণপণ কুরুক্ষেত্রে শামুক গেঁড়ি গুগলিরা
অতি চতুর, ধূর্ত, মুখর,
ওদের কুটিল জটিল স্পর্শ এড়ানো ইংলিশ-চ্যানেল
পার করার মতন খুউব অসহজ-
কেননা নির্ঘুম রাত্তিরে বাচাল দুরন্ত স্বপ্নেরা
ফণা-তোলা চরম দোসর।