রাত যত গভীর হয়,
হয় নিশ্চুপ নিঝুম,
জেগে থাকি একা ভাবনায় ভীড়ে,
জোনাকিরা আলো সুখে দুঃখ ভুলে জীবনের কথা বলে,
পুরোনো স্মৃতির পাতায় উঁকি দেয় নতুন স্মৃতির সম্ভার।
দুঃস্বপ্ন ওত পেতে থাকে,
কঁকিয়ে উঠে নিশিরাতের নীরবতা ভেঙে,
দূরে বেজে উঠে ঘন্টা ঢং ঢং,
জানান দেয় সময়ের নিরলস প্রহরী নিবিড় মগ্নতায়,
লেখা থাকে গতিশীল জীবনের অনুপম মাহাত্ম্য।
নীল অভিসারে মঞ্জীরধ্বনি হৃদয়ে হয় অণুরণন,
লাজের মুখ ঢাকা পড়ে যায় তমসার অবগুণ্ঠনে,
নিষিদ্ধ পল্লীর ঝলমলে আলোয় ঢাকে আঁধার,
ঢাকা পড়ে না অনাহার অপুষ্টি ক্ষিধের বোবাকান্না-
দুপেয়ে শ্বাপদ সরীসৃপেরা রোজ লেখে নিশিরাতের উপাখ্যান…