ভবঘুরে ইচ্ছেগুলো আঁচড় কাটে খেয়ালের বশে,
একসমুদ্র উদাস বাউল মেঠো পথে গান ধরে,
মনের তেপান্তরের মাঠে ক্ষ্যাপা খুঁজে চলে পরশ পাথর,
রুক্ষ লাল মাটি গোধূলির অস্তরাগে ম্রিয়মান-
রংতুলিতে এঁকে চলে খেয়ালী চিত্রকল্প মাধুরী মিশিয়ে………
শৃঙ্খলিত মনের ঘুমন্ত পায়রাকে উড়িয়ে দিয়েছি আকাশে,
গুমোট মেঘ সরে ভরে গেছে নীল সাদা পালকে,
ঘুড়ি আজ অবাধ সুতো ছাড়া উল্লাসে,
ভাবলেশহীন মন জুড়ে যেন হাজারগন্ডা সুখ,
বেখেয়ালি ঋতুর সুনিপুণ আলোছায়ায় খুঁজি উৎসের পাটাতন………
প্রকৃতির ঋণে সবাই ডুবে আছি আপাদমস্তক,
বাতাসে নিঃশ্বাসে বিষ ক্রমাগত চেতনার অবক্ষয়,
কঁকিয়ে উঠা পৃথিবীর চাই আরণ্যক গহীন মন।
এই আছি বেশ বন্ধনহীন রেশ ভবঘুরের উন্মুক্ত দেয়াল,
মনখারাপের বাতাস আর গায়ে মাখে না তোয়াক্কাহীন খেয়াল…………