মাঝে মধ্যে ভাঙচুরের নেশায় মেতে থাকি-
প্রবল জলোচ্ছ্বাসে প্লাবিত বৈদিক জোছনার মতো,
তুমি গড়তে শেখাওনি তাই রক্ষে;
নইলে অকেজো আসবাবের মধ্যে আঁধার গিলে খেতাম।
চুপিসারে জোনাক সুখের বিনম্রতার পাঠ শিখি,
সখ্যতার মসৃন আলোয় দুদন্ড মুখ গুঁজে থাকাও বাহুল্য,
তেমন কোনো স্বস্তি নেই দিন রাতের মাঝের উৎকণ্ঠায়,
ক্রমাগত বহমান নদীর মত যাপন অহর্নিশ…….
ভালোবাসা মাপতে পারিনি দেয়ানেয়ার মাপকাঠিতে,
আমার আমি আছি পরম একাকীত্বের বন্ধনে,
বন্ধুর পথে সুখ কাঁটায় বাঁধা,
স্বস্তি অনন্ত বাঁধনহারা……