আজ তুমি একটা সই করে দূরে চলে যাচ্ছ
ভালোই করেছো যে সম্পর্কে বিশ্বাস নেই
আজো বলছি তুমি বড্ড ভালো মানুষ
বিবাহ বিচ্ছেদের জন্য কত শেখানো বুলি বললে
তুমি যাদের কথায় বিশ্বাস করে ত্যাগ করলে
তুমি সেই সব ছায়া মানুষদের ফাঁদ বুঝতে পারো নি
তোমার অগাদ সম্পত্তির জন্য সবাই ছায়ার মতো লেগে থাকে
কেউ ভালোবেসে নয়,ওরা ছায়া মানুষ
পিঠে ছুরি বসানোর আগে তোমার চেতনা বোধ হোক
আশা করি যার কথায় অবিশ্বাস করলে শীঘ্রই তাকে চিনতে পারবে
মিথ্যা দিয়ে সত্য চাপা দেওয়া যায় না
আমি বরাবরই তোমার ভাল চেয়ে এসেছি
আজো তোমার খুব ভাল চাই।
সময়ের পলি হয়তো সব ভুলিয়ে দেবে
দীর্ঘ বছর পর আবার দেখা তোমার সাথে
বৃদ্ধাশ্রমে তোমাকে দেখে চমকে গেছি
বৃদ্ধাশ্রমে শান্তি পাবার জন্য ছুটে যাওয়া
বড্ড জানতে ইচ্ছে করে তুমি এখানে কেন এলে!!!