সরল রেখা ,বক্র রেখার মাঝে তোমার আমার জ্যামিতিক প্রেম যে উপপাদ্যের সমাধান তৃপ্ততা
আনবে না সে বেশ বুঝতাম।
তবুও গুণিতক ইচ্ছার ডানা মেলে,স্বপ্নের বীজ
বপন করেছি শুখা হৃদয় জমিতে l
ব্ল্যাক বোর্ড জুড়ে জটিল অংকের সংখ্যা মোছা চকের গুঁড়ায় , ডাস্টার প্রলেপ নিত্য সুখের জন্ম দিয়েছে ।
রাগী মাস্টার মশাই এর আঁকিবুকি,সমাধান সংখ্যা ভারে তোমার সাথে বেরিয়ে যেতাম কল্পনার আঙ্গুল ছুঁয়ে।
জটিল অংক মেলানোর আনন্দে মশগুল আমি দৌড়ে বেড়াই আজও ক্লাস জানালার গরাদ ধরে ,
ওই পুকুর পার ,শ্যামল সজীবতা ছুঁয়ে ফিরে আসা।
অনেক উত্সাহ দেয় এই বুঝি পাবো তোমায়!
তুমি নেই, নেই আমার সেই স্কুল জীবনের পলেস্তারা খসা শ্রেণী কক্ষ ,
জানলার পাশে তোমার বেঞ্চ আজ আছে কিনা জানি না ,
সেই কাটা কুটি খেলা,বেঞ্চে নাম খোদাই এর দুষ্টুমি দিন তবু কাছে টানে তোমার স্মৃতিস্পর্শ।
আজ আমি বহু দূরে ,অংকের শিক্ষক হয়ে !
তুমি হারিয়েও অমর হয়েছো আমার চকের গুঁড়ায়।