ঘরের সব লাইট বন্ধ করে নিস্তব্ধ ডাইনিংয়ে বসে দেখো ,
সামনের কলোনির আলো গুলো কেমন যেন নিভে গিয়ে ভুতুড়ে,ঘুমন্ত,গা ছমছম পরিবেশ তৈরি করেছে!
দূরে দু-একখানা টিম টিম করছে আলো মরীচিকার মতো ,
যেমনভাবে অহংকার ,ঔদ্ধত্য বাক্যবাণে আপনজনদের আশা,আনন্দকে এক লহমায় নিভিয়ে ফেলেছো ।
টাকা আর প্রতিপত্তির ফাঁপা আওয়াজে,অদূর ভবিষ্যতে” যা হবে দেখা যাবে” এই ভাবনায় গা ভাসানো তুমি নিজেও জানো না অন্যদেরকে মিথ্যা অপমান,
কষ্ট দীর্ঘশ্বাস তারা না চাইলেও কতখানি তোমার চারিপাশ পিচ্ছিল করে দিচ্ছে !
আর যাদের একতরফা মিথ্যা বুঝিয়ে পরিবেশ অনুকূল রাখার চেষ্টায় মগ্ন একদিন তারাও কদর্য রূপ ,
দেখে সঙ্গ ছাড়লে ও আপনজনদের আশীর্বাদ ভালোবাসা স্নেহ চিরকাল মুখ গুমড়ে কাঁদবে ,কাঁদাবে তুমি পাল্টে গেলে কিভাবে সে গ্লানিতে।