চার দিন তুমি ফোন করো নি…
দেশে তোমার অথর্ব শয্যাশায়ী মা চাদর খামচে এই বুঝি রিং এলো ছেলের…
অভিমানী মন রাগ করে,সবক শেখায় “দেখবো না ওই দুর্মুখ”তবু মা তো মা’ই হয়….
স্যালো পাম্পের মতো কদর্য নোংরা বুলির স্রোত দগ্ধ করেছে কতো,তবু অপেক্ষায় থাকে মা।
ছেলে খারাপ হলে,বদলে গেলে বড়ো জ্বালা গো,মা বাবার!দেওয়া টাকা,ঔদার্য হারায় ঔদ্ধতে!
যতদিন বলার থাকে বলে,শাসন করে তারপর
সন্তানকে পাল্টায় কার সাধ্যি!
অহমিকায় বদলে যাওয়া তুমি দু চার বার
আসবে,সেবা করবে ,অন্তরঙ্গতায়,উদারতায়
মিশবে তা নয়,মুখোশ থেকে চুঁইয়ে পড়া
অশিক্ষাগুলো ভাল শিক্ষা নিকেশ করে ।
আপন জনদের কাছেই মুখ লুকিয়ে বাঁচো তবু শুধরাও না, তর্জনী হুঙ্কার,মুখ মিষ্টি মিথ্যা প্রলেপে!