তোমার আমার বন্ধুত্বে মধুর বিস্ফোরণ
পাশাপাশি, ঘেঁষাঘেঁষি,আলোর বিচ্ছুরণ ।
রাতও জাগি মোবাইলে, মাঝরাতে গীত
কখনো নখ,দাঁত বেরোয় আয়নায় কুৎসিত।
তবু জানি বলে লোকে,ফিসফাস কিছু
পরোয়া করিনা ওসব, কথার ফেউ পিছু।
আকাশেতে চাঁদ ওঠে,ভরে জোছনায় মন ভালবাসা,নেশা জাগায় তুমুল আলোড়ন ।
এই নিয়ে বসবাস উৎকণ্ঠাও একরাশ
চুপ করে অনুভব,হৃদয়-প্রেম সহবাস।
কার কি যায় আসে,আবেগী মেঘ ভাসে,
ঝগড়া,অভিমানে দগ্ধতা নাভিশ্বাসে।
তবু এই দুটিতে , প্রাণ-ভোমরা জুটিতে,
হলেই বা ঝগড়া,প্রাণ আছে খুনসুটিতে।