এরপর নিরাময়ের প্রচ্ছন্ন মদতে আলো জ্বেলে
উজ্জ্বল প্রাণবন্ত মানসিক উচ্চারণ।
এখানে বন্ধুর পথ সহজ সাবলীল,
এখানে অবাধ মলয়াচলের চলাচলে
ঘূর্ণিপাকে পড়ে আহত হবার নেই কারণ।
অতএব অসুস্থ দুনিয়ার অবলম্বন ছেড়ে
সামনে আলোকিত সুখের রাজপথেই ভরসার স্থল।
এখানে শান্ত পৃথিবীর আঁচলতায় নিজেকে বেঁধে
আরো আরো সুখের হাতছানিতে সুখীর দলবল।
এভাবেই এক পা, এক পা করে অগ্রগমনে
ঝলমলে আলোর ঘরানায় হাঁটাই সম্বল।
তবুও সুখের অঢেল সাগরে ডুব দিতে দিতে
ভেসে গেলে দুরবস্থার ছবি আসুক স্মরণে।
এখানেই সতর্কতার ভরা সংসারে না ধরে রাখলে
সেই সেই অসুস্থতা আবার আবার মাথা তোলে,
তখনই অসুখের বিভীষিকা নাচে মনের অঙ্গনে।