ধর্ষিত চেতনাকে টা-টা-বাই-বাই করে আমি
অপর ধারে গেলাম চলে।
সেখানে কৃপাণ হাতে অতি অপেক্ষমান
দুষ্ট অদৃষ্ট সেয়ানা-
যে কোনো পলকে পুলকে ঘটতেই পারে
অতর্কিক হানা।
কোথায় তবে রাখব পা?
কোথায় তবে রাখব মাথা?
সেয়ানে সেয়ানে যথেচ্ছ কোলাকুলি
একেবারে যাচ্ছেতাই।
শূন্যে তবে থাকি ঝুলে,
ইচ্ছে হলে রাহার খোঁজে চলে যাই।