বেশ! থেকো তবে রাজা হয়ে
মধ্য গগনের সূর্যের মতো,
আমিও রইবো ধরাভূমে,
নিস্তরঙ্গ প্রবাহিনীর ন্যায়।
তব ললাটের ওই উজ্জ্বল আলোক রশ্মি
ধ্বংস করুক অমানিশার অন্ধকার।
আমিও জোয়ার ভাটার খেলায় চলমান ,
কখনও বয়ে যাবো ক্লান্ত পথিকের মত,
কখনও চলার পথ আটকে দাঁড়াবে অজস্র শৈবাল রাশি।
ক্ষনিকের আকর্ষণে নিদারুণ স্বপ্ন লয়ে
নদীও যে আজ চলিছে দুর্নিবার।
তবুও চলার আপন কক্ষে আছে
হাতছানি মরীচিকার,
যদিও প্রাপ্য হিসাবের খাতা আজ শূন্য,
শেষ নেই আজও চাওয়া পাওয়ার।
তোমার তেজে তুমি মহান,
আপন তেজে নদী।
চিরন্তন চিরসত্য এই চলার পথ
অদৃশ্য মায়ার বাঁধনে এরাও
আপন গতিতে বয়ে চলে নিরবধি….।।