বিদায়ের সানাই বাজে অন্তঃকরণে
চলে যাব ভেবেছি কতবার,
কয়েক শতক করেছি পার,
পাহাড়-সমুদ্র সুখ-স্বপ্ন
ভালোবাসায় ঘেরা সকল বন্ধন ছেড়ে
কোন এক অজানা গন্তব্যে পৌঁছাবার।
পালকি এসে দাঁড়িয়েছে মনের সিংহদুয়ারে,
অন্তরে নির্লিপ্ত সুর বেজে উঠেছে,
মনের দেয়ালে সুখের ছবিগুলো টাঙিয়ে রেখে
বিশ্বাসের চুক্তিতে বাধা অজস্র শপথ
মনের আগল খুলে উঁকি দিচ্ছে বারংবার।
বুকের মাঝে লুকিয়ে থাকা
অজস্র অগোছালো স্মৃতিগুলো
মাতাল বাতাসে চাইছে উড়ে যেতে
তারাও মুক্তির ডানা মেলেছে।
নষ্ট রেনুর পরাগ মেখে ইচ্ছেরাও
আজ দূর অজানায় চাইছে পাড়ি দিতে
ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে প্রতিনিয়ত
শিকেয় তোলা অভাববোধের প্রেমের ঝুলি।