বাসা আমার ছোট্ট বড়ই
অভাব কিছুই নাই।
তোমরা কেমন দেখবে এসে
সুখ নিয়েছে ঠাঁই।
পূব আকাশে সূর্য কিরণ
দিয়েছে উঁকি এসে।
শীতলপাটি বিছিয়ে দিয়ে
দাওয়ায় আছে বসে।
ফুলের বাগে ভ্রমর বুঝি
গুনগুনিয়ে গায়।
আনন্দেতে তারাও যে আজ
ফুলের মধু খায়।
ছাদ বাগানের গোলাপ সেও
বলছে আমায় ডাকি।
সুবাস দেবে মোর ঘরেতে
যত্নে যদি রাখি।
বিড়াল ছানাও করছে খেলা
মায়ের কোলে শুয়ে।
ভালবাসার বন্যায় গেছে
দুঃখ সকল ধুয়ে।