এই আছি বেশ
ছন্নছাড়া, উড়নচণ্ডী
কখনও অশান্ত শ্রাবণ,,,
ধুলো জমা ডায়েরি
আর সাদা ক্যানভাসে
করছি জীবন যাপন।
নোনাধরা ইঁটের দেওয়াল
রাঙাতে যাইনি রঙিন তুলিতে,,,
সুতো কাটা বেহায়া ঘুড়ির মত
ছুটে যাইনি কোন নতুন দিগন্তে।
নীড়ে ফেরার নেই টান
পথিক হয়ে পথের ধুলায়
মেখেছি সুখের পরশ কিচ্ছুক্ষণ।
মেলেনি ছন্দ, সুর-তাল-লয়
ঝরিয়েছি অশ্রু অনেকটা সময়।
বাঁধতে চাইনি কোন সপ্তকে
পাল্টেছে জীবনের রঙ-রূপ
সেজেছি ধূসর বর্ণমালায়,,,
ক্লান্ত দুপুরের মত নিজের
পরাজয়-হিংসা-ক্রোধ যত
রেখেছি বন্দী হিসেবে খাতায়।
ঢেলে দিয়েছি বুকের সুগন্ধ
নিঃশ্বাসে ভরেছি বিষের জ্বালা
নিষেধের বাইরে হেঁটেছি প্রতিবার,,
বাতাসে তুলিনি সুরের ঝংকার
তাই ছন্নছাড়াই আছি ভালো
নামহীন চৈত্রের রোদের বাহার।