ঘুণ ধরেছে সম্পর্কের শাখা-প্রশাখায়,
উদভ্রান্তের মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে
নিষ্পাপ ভালোবাসার নক্ষত্রকণাগুলো,
প্রতিনিয়ত অযত্নে নষ্ট হচ্ছে অবৈধ হাসির সোনাঝুরি দ্বীপ,
যার শরীরের প্রতিটি খাঁজ বেয়ে চুঁইয়ে চুঁইয়ে নামছে
রৌদ্রতাপিত এলোমেলো কিছু অনুভবি স্পর্শ,
হৃদয়ে বসেনা আর রঙিন চাঁদের হাট,
স্বার্থের বেড়াজালে জড়িয়ে ছটফট করছে
মায়া-মমতায় মাখা অতৃপ্ত আত্মা,
তবুও, বাঁধন ছাড়া কিছু উন্মাদনা
সাদা গর্জন করে ওঠে সুপ্ত ভবিষ্যতের কোলে,
দুরন্ত উদ্দীপনার বুকে প্রাণ সঞ্চার করে
কিছু অযাচিত ইচ্ছেরা দুর্বার গতিতে ভেসে যেতে চায়
উদ্দাম জল রাশির ঢেউয়ের তালে তালে
অস্তমিত দিগন্তের শেষ সীমানায়।