গুড়ুম… গুড়ুম…. গুড়ুম,
বেপরোয়া গুলির আওয়াজ,
একটা, দুটো…. মৃত্যু,
শবদেহ কার?
না, কোনও ধর্মাবলম্বীর নয়,
কোনও অনুপ্রবেশকারীর নয়,
একটা মানুষের।
বিধর্মী হলে কিংবা অনুপ্রবেশকারী,
মেরে ফেলার অধিকার জন্মায়!
তৎক্ষণাৎ একটা মানুষ তৈরি করতে পারো?
রক্তের রঙ পৃথক হয় না যে!
মানুষের মৃত্যু,
আমার স্বজন সে,
স্বজন হারানোর বেদনা বোঝো?
অশ্রুজলে সীমাবদ্ধ থাকবো না,
স্বজনের চিতাই শুধু সাজাবো না,
হত্যাকারীর চিতাও জ্বালবো।
মানুষ মারা আজ জলভাত,
প্রতিরোধ, প্রতিবাদ অপরাধ!
মানুষরূপী পশুরা করবে রাজ,
আমরা কি চেয়ে চেয়ে দেখবো আজ!