ইউক্রেনে বাম সাম্রাজ্যবাদী হামলা,
আকাশে – বাতাসে বারুদের গন্ধ,
চারিদিকে মৃত্যু আর মৃত্যু – ধ্বংসস্তূপ,
হাজার হাজার ভারতীয় সেখানে অসহায়,
বাজছে মৃত্যুর মুহুর্মুহু ঘন্টাধ্বনি শিয়রে,
উলঙ্গ রাজা তখন দিব্যি ভোটের প্রচারে!
সেমি.র ফিতেয় ইঞ্চির মাপ দেখায় রে !
সার্বভৌম থাকতে চেয়েছিল ইউক্রেন,
প্রকৃত অর্থে যুদ্ধ নয় বিশ্বশান্তি চেয়েছিল,
নিজের পরমাণু সম্ভার পরিহার করেছিল,
বিশ্বের বৃহৎ শক্তিদের মিলিত আহ্বানে,
মিথ্যা আশ্বাসে ভুলেছিল ছোট্ট দেশটি,
আজ হাতেনাতে ফল ভুগছে টাটকা,
পরমাণু অস্ত্র থাকলে সহজ হতো কী ঝটকা!
লোকদেখানো কিছু নিষেধাজ্ঞা জারি,
আক্রমণকারী বর্বর দেশটির প্রতি,
সারা বিশ্ব আজ দূর থেকে জল মাপছে!
নিরাপদ দূরত্ব বজায় রেখে চলছে,
সম্পূর্ণ একা সে, কেউ নেই আজ তার সাথে,
উলঙ্গ রাজা আজ দিকে দিকে ছড়িয়ে,
আক্রমণকারী দেশের শিষ্যরাও মুখ ঘুরিয়ে!
মানবতা আজ ভূলুন্ঠিত হয়ে কাঁদছে,
মানবতাবাদীরা মুখ গুঁজে আছে,
বিবৃতি দিয়ে দায় শেষ করছে!
মিডিয়া ব্রেকিং সংবাদ পেয়ে গেছে,
মূল কথা শত যোজন সরে আছে,
কলম আজও লেখে প্রেম – বিরহের কাব্য,
স্পর্শকাতর অন্য সব বিষয় নয় বুঝি নাব্য!