প্রানে যাকে ধরেছিলে,ভালো তাকে
বেসেছিলে
সে কি তা বুঝেছিলো, হায়…
মনে বড় আশা নিয়ে, হৃদয়ের ভাষা দিয়ে
প্রেম কে কি ধরে রাখা যায় !
অস্ত রবির ছটা, চারিদিক ঘনঘটা
কার জন্যে উতলা এ মন ,
নিশিথিনী নেমে আসে, নেই কেউ আশেপাশে
অশ্রুকণায় ভরেছে নয়ন !
ভালোবেসে বেসে মরে, অকালে গিয়েছো ঝরে
হয়েছো যে পাগলের প্রায়…
সে কি তা জানে কিছু, ছোটো তার পিছু পিছু
ঘুরছো যে তার পায়ে পায়ে !
হাঁটু জলে তরী বওয়া, এ যে বড় কঠিন সওয়া
ভরে মন মান অভিমানে ,
এ প্রেমের পরিহাস, ব্যথাভার গভীর শ্বাস
করুণ সুর বেজে ওঠে প্রানে !
এ পথে দুঃখ শত, কাঁটা বিঁধে হবে ক্ষত
এ যে দুষ্কর পারাবার….
ভাগ্য বলে ভালোবাসা, এ যে খেলা জুয়া-
পাশা
বাজি ধরে সব হারাবার !