অনেক কিছু চাই নি কখনো,
কোন কিছুতে জোর করিনি।
জোর করেছি তোমার ভালো চাওয়া তে।
তোমার ভালো থাকাটাই সবকিছু।
কখনো বা অবুঝ মনে আবদার করেছি মাত্র।
তুমি তা বুঝেও বোঝনি, জানতেও তো চাওনি কখনো। তবুও যা পেয়েছি তাই অনেক।
আমিও তো তোমায় কিছু দিতে পারিনি, মুখের ওই এক চিলতে হাসিটুকু ছাড়া!
দুঃখের মাঝে সুখ খুঁজেছি। ভোরের আলোতে ঝরতে থাকা শিউলি ফুলের শিশির ফোটায় সুখ খুঁজতে গিয়ে, অসুখ খুঁজে এনেছি!
অর্থকষ্ট এমনই কষ্ট যা সবার চোখে পড়ে,
মনকষ্ট, অবহেলিত হবার কষ্ট, অবজ্ঞার কষ্ট, সত্যিটা না বলতে পারার কষ্ট,
মিথ্যা দোষারোপ করার কষ্ট।
এমনই কতো রকমের কষ্ট আছে বৈকি!
কোনটা কম কি বেশি জানিনা।
সব কষ্টই অভাব বোধ থেকে জন্ম নেয়।
তাই কষ্ট আছে বলেই জীবন টা এতো সুন্দর! আরও কষ্ট পাব বলেই আরও বাঁচতে সাধ জাগে।
কষ্ট থেকে পালাও। সুখও তোমার থেকে পালিয়ে বেড়াবে,ধরা দেবে না বলেই। রাতের অন্ধকার আছে বলেই দিনের আলোর এতো মহিমা।
চাওয়া আছে বলেই পাওয়ার এতো আকুলতা।
সুখ-দুঃখ, কষ্ট- আনন্দ, চাওয়া- পাওয়া সবই এক সাথে সহবস্থান করে। কোনটাই কোনটাকে ছেড়ে থাকেনা কখনো।
আজ এতো কিছুর পর,তোমাকে ছেড়ে যাইনি কখনো।
দিনের শেষে ঘুমের দেশের ডাক এলে একদিন তো বিদায় নিতেই হবে। দিন আসবে রাত যাবে। শতাব্দীর পর শতাব্দী কাটবে।
তারপর হয়তো,কোন এক দিন, অপরাহ্নে নিভৃতে নির্জনে বসে ছেঁড়া পান্ডুলিপি খানি হাতে তুলে নিয়ে,
নিজের অজান্তে হয়তো বা কেউ এক ফোটা জল নীরবে ফেলবে !!