খগেন বুড়োর মাথায়
এইয়া বড়ো টাক,
আশে পাশে হালকা চুল
মাঝে অনেকটা ফাঁক l
গিন্নির ওই টেকো মাথায়
তেল ডলার শখ,
ছুটির দুপুরে পরিপাটি
ঝকঝকে গা আর নখ l
বুড়ো বয়সেও মেইনটেনেন্সটা
বেশ ভালোই পারে,
বিশেষ তেলে চোবানো আম
তোলা থাকে জারে l
মনের দিকে আশিক সে
গিন্নির প্রতি কি টান!
মাসের শেষে মাইনে পেলে
আনবেই লাল পেড়ে থান l
এই জেনারেশন শিখুক খানিক
ভালোবাসার মন্ত্র,
অম্বল গ্যাস্টিকের জ্বালায়
পঁচছে খালি অন্ত্র l
খগেন বুড়ো বিন্দাস ভাই
হাজার দুঃখেও হাসে,
মন প্রাণ জুড়ে সে যে
গিন্নিকেই ভালোবাসে l